রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ইসলাম গ্রহণ করলেন তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিবেদক

হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত । তিনি তার স্ত্রীসহ ইসলাম ধর্ম গ্রহন করে নিজের নাম রাখেন মুহাম্মদ বিপ্লব হোসাইন এবং তার স্ত্রীর নাম রাখেন শারমিন আক্তার।

ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) মাগরিব নামাজের আগে ভাড়াটিয়া বাড়িতে তারাকান্দা পুরাতন এস আর অফিস রোড মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেকের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন।

নওমুসলিম মুহাম্মদ বিপ্লব হোসাইন সবার দোয়া কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব জিকরুল হক, মাওলানা আনোয়ার হুসেইন, ফজলুর রহমান সরকারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার মোবাইল ফোনে মুহাম্মদ বিপ্লব হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন।

এই খবরের সত্যতা আওয়ার ইসলামকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল হক। তিনি বলেন, বিপ্লব মহন্ত তার নিজ ফেইসবুক আইডি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা বিষয়ে স্টেস্টাস দিয়েছেন।

এসআই বিপ্লব হোসাইন আওয়ার ইসলামকে বলেন, ‘আমার কাছে হিন্দু ধর্ম আগে থেকেই ভালো লাগে না, অনেক প্রভূর পূজা করতে হয় যা আমার কাছে সঠিক মনে হয়নি। কিন্তু ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে কারণ একপথ, নামাজ পড়ব, যাকাত দিব, হজ্ব করব। যেগুলোর মধ্যে আত্মার তৃপ্তি রয়েছে।’

স্বেচ্ছায় নাকি কারো প্ররোচনা বা জোর পুর্বক ইসলাম ধর্ম গ্রহন করেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না , কারো প্ররোচনায় নয়, আমি সস্ত্রীক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছি, ইসলাম কে ভালবেসে।’

তিনি আরো বলেন, ‘আমাদের হিন্দু ধর্মে পথের শেষ নেই, কালী পূজা, দুর্গা পূজা আরো কত কি? কিন্তু ইসলাম ধর্মে পথ একটাই তা হলো আল্লাহর রাস্তা। এজন্যই আমি ইসলামকে ভালবেসেই মূলত ইসলাম গ্রহণ করেছি এবং নতুন নাম রেখেছি মো: বিপ্লব হোসাইন।’

এসআই বিপ্লবের স্ত্রী বলেন, ‘আমিও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, আমার স্বামী বা কারো প্ররোচনায় নয়, ইসলাম ভালো লাগে তাই মুসলমান হয়েছি, আমার আগের নাম ছিল মন, এখন আমার নাম শারমিন আক্তার।’

এসআই বিপ্লব হোসাইনের গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানায়। বর্তমানে তিনি ময়মনসিংহের তারাকান্দা থানায় কর্মরত আছেন।

ইসলাম ধর্ম গ্রহণ করায় তাদের স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকার সর্ব স্তরের মানুষ।

এস আই বিপ্লবের বন্ধু বাবু বলেন, ‘বিপ্লবের আগে থেকেই ইসলামের প্রতি টান ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছেন জেনে ভালো লাগছে। আমি তাকে স্বাগত জানিয়েছি।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ