রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ইন্টারনেটের ব্যবহার শিশুদের যৌন নিপীড়ন বাড়াচ্ছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
বিশ্ব ডেস্ক

ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু যৌন নিপীড়ন৷ বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই প্রবণতা প্রবল৷ থাইল্যান্ডে আয়োজিত এক সম্মেলনে এমনটিই বলেন বিশেষজ্ঞরা৷ তারা বলেন, শিশুরাও এই প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে৷

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান নিল ওয়ালশ বলেন, ‘‘অনলাইনে শিশু নিপীড়ন ক্রমাগত বাড়ছে৷'' আর এর জন্য মূলত প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধিকেই দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা৷

সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট সেবার বিস্তার এবং ব্যবহার দ্রুত গতিতে বাড়ছে৷ ফিলিপাইন্সে খুব অল্প সময়ের মধ্যে আঞ্চলিক পর্যায়ে ইন্টারনেট প্রাপ্যতা শতকরা ৫০ ভাগ থেকে বেড়ে ৫৮ ভাগ হয়েছে৷ থাইল্যান্ডে বেড়ে হয়েছে শতকরা ৬৭ ভাগ৷

ভয়াবহ অবস্থা ভারতে
ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি বাচ্চা যৌন নিগ্রহের শিকার৷

তবে সবচেয়ে ভয়ংকর সত্য হলো, নাবালিকা বা শিশুর ওপর যৌন হেনস্থার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে পরিবারের মধ্যে, পরিবারেরই কোনো মানসিক বিকারগ্রস্ত সদস্যের হাতে৷ তাই সে সব ঘটনা পুলিশের কাছে পৌঁছাচ্ছে না, হচ্ছে না কোনো ডাইরি অথবা মামলা৷

এর পাশাপাশি যা লক্ষ্যণীয় হলো, অনলাইন দুনিয়ায় শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি৷ অনেক শিশুই অনলাইনে নিজেদের ফুটেজ শেয়ার করছে৷ কখনো স্বেচ্ছায়, কখনো অন্যের প্ররোচনায়৷ পরে সেই ফুটেজ ব্যবহার করা হচ্ছে শিশুদের বিরুদ্ধেই৷

অস্ট্রেলীয় পুলিশের যৌন নিপীড়নবিরোধী ইউনিট ‘টাস্কফোর্স আরগোস'-এর কর্মকর্তা জন রাউজ৷ তিনি জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংককে ৩ হাজার ৬০০ ব্যক্তিগত অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো থেকে নিয়মিতই শিশু নিপীড়নের ছবি বা ভিডিও শেয়ার করা হয়৷

এর আগে গত আগস্টে এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, মেকং অঞ্চলে শিশুদের দিয়ে যৌন নিপীড়নের লাইভ স্ট্রিমিং করানোর চাহিদা বাড়ছে৷

সেখানে আরো বলা হয়, অনলাইনে ব্যাপক যৌন নিপীড়নের জন্য পরিচিত ফিলিপাইন্স থেকে এ প্রবণতা থাইল্যান্ডের দিকে ছড়িয়ে পড়ছে৷ ২০১৬ সালের আরেক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছিল, ফিলিপাইন্সে অনেক বাবা-মা-ও দারিদ্র্যের কারণে শিশু সন্তানদের যৌনমিলনের দৃশ্য ‘লাইভ' করেন৷

সম্মেলনে নিল ওয়ালশ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা যদি বলি সংকট থেকে দূরে আছি, তাহলে অন্যায় করা হবে৷

সূত্র: ডয়েচেভেলে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ