আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে রাজধানীগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।
বুধবার সকাল ৬টায় ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন মাণ্টার মোঃ আলাউদ্দিন জানান, স্টেশন ইয়ার্ডের লুব লাইনের কাছে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইনচ্যুত হয়।
রেলের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় রেলের বড় ধরনের কোন ক্ষতি হয় নি। একটি মাত্র স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে লুব লাইনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুইটি লাইনই বন্ধ রয়েছে। এ কারণে সকাল ৬ টা থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানীর ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।