রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার থানা দায়িত্বশীল সভা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার জন্য প্রাথমিক ধাপ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে খেলাফত মজলিস ব্যাপকভাবে জনশক্তির অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জনগণকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে চায়।

আর এজন্য প্রয়োজন ব্যাপক গণসংযোগ। তিনি সিলেট নগরীর ওয়ার্ডসমুহের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এলাকাভিত্তিক গণসংযোগ বৃদ্ধির আহবান জানান।

মঙ্গলবার মহানগরীর থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

নগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, আরব আমিরাত আমাজান শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মহানগর অফিস সম্পাদক ও জালালাবাদ থানা সভাপতি হাফিজ মাওলানা রুহুল আমীন, মহানগর প্রচার সম্পাদক ও শাহপরাণ পশ্চিম থানা সভাপতি মুহাম্মদ ইসহাক, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান।

থানা দায়িত্বশীল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি পূর্ব থানা সভাপতি মাওলানা আলী খান, সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সহ সভাপতি মাওলানা সেলিম আহমদ,বসাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জাকারীয়া, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা আজমত উল্লাহ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, অফিস ও প্রচার সম্পাদক কাওছার আহমদ, বিমানবন্দর থানা সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শাহপরাণ পশ্চিম থানা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাসুম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম,অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুজ্জামান সাজু।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ