আওয়ার ইসলাম: ঢাকার মুগদা থানা ইমাম উলামা পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, বৌদ্ধ সন্ত্রাসী সুচি ও সামরিক জান্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ বিতাড়িত রোহিঙ্গাদের স্বীয় মাতৃভূমির পৃথক আবাসভূমিতে নাগরিকত্ব দিয়ে বসবাসের ব্যবস্থা করতে হবে।
গতকাল মুগদা থানা ইমাম উলামা পরিষদের উদ্যোগে রোহিঙ্গা ইস্যূতে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা তাফাজ্জল হোছাইন মিয়ানমার সরকারপ্রধান সন্ত্রাসী সুচি ও সামরিক জান্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
তিনি বিতাড়িত রোহিঙ্গা মুসলমানদেরকে স্বীয় মাতৃভূমির পৃথক আবাসভূমিতে নাগরিকত্ব দিয়ে শান্তিরক্ষী বাহিনীর পূর্ণ নিরাপত্তায় বসবাসের ব্যবস্থা করার আহ্বান জানান।
মাওলানা তাফাজ্জল হোছাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুফতী নূর মোহাম্মাদ আজিজীর পরিচালনায় মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, খতীব মুফতী এহসানুল হক জিলানী, খতীব মাওলানা মেরাজুল হক মাজহারী, প্রিন্সিপ্যাল মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মুফতী মীজানুর রহমান, খতীব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, খতীব মাওলানা নুরুল আমীন আল ফরিদী, সংগঠনের সেক্রেটারী মাওলানা শফীকুর রহমান মাজহারী, খতীব মাওলানা রাশেদ ইমাম, খতীব মাওলানা ইয়াছিন নোমানী, খতীব মুফতী মাহমুদুল হাসান, মুফতী জোবায়ের, মুফতী শাকীল, মাওলানা আব্দুল কাদের, মাওলানা তাফাজ্জল হোছাইন, খতীব মাওলানা শামছুদ্দীন ও মুফতী ফয়জুল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মান্ডা ছাতা মসজিদ থেকে শুরু হয়ে মুগদা বাশার টাওয়ার কেন্দ্রীয় মসজিদ ও কমিশনার গলি হয়ে মুগদা হাসপাতাল সংলগ্ন মুগদা আইডিয়াল স্কুলের সামনে সমবেত হয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।