শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

‘মুসলমানরা ঐক্যবদ্ধ হও আল্লাহর সাহায্য আসবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, মজলিসে দাওয়াতুল হকের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান বলেছেন, বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মুসলমানদের অনৈক্যের কারণে তারা জায়গায় জায়গায় মার খাচ্ছে। কিন্তু প্রতিরোধ করতে পারছে না। ফলে আজকে শ্রীলংকা, চীন জাপান থেকে মুসলিম হটানোর চক্রান্ত ছলছে।

শুক্রবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী মাদারাসা মসজিদে জুমার বয়ানে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা সমাধান বিষয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘ, চীন জাপানের কাছে কোনো লাভ হবে না। কারণ তারা মুসলমান নয়, আর যারা মুসলমান নয় কসম খোদার তার মধ্যে মানবতা নাই। ইসলাম একমাত্র মানবতার ধর্ম। অতএব সমাধান করতে আমাদেরকেই।

তিনি বলেন, সরকারের উচিৎ বিজ্ঞ উলামাদের পরামর্শ গ্রহণ করা। ৯০ ভাগ মুসলমানদের ভাষা সরকারের বোঝা দরকার।

তিনি আরো বলেন, আজকে পার্বত্য চট্রগ্রামকে মুসলিমমুক্ত করার চক্রান্ত চলছে। আমার দেশের সেনাবাহিনী সেখানে যেতে পারে না। সেখানে কী হয়, না হয় আমরা জানি না।

আলেমদের উদ্দেশে তিনি বলেন, আলেমরা গোনাহ করো না।আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। ওহাবী-সুন্নী, দেওবন্দী-বেদাতী, কওমী-আলিয়া, পীর-মুরীদ, মাজহাবী-লা মাজহাবী এসব বলে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। কালিমার ভিত্তিতে সবাই এক হয়ে যাও। দেশ আজ অস্তিত্বের সম্মুখীন। নিজেদের দেশ, নিজেদের বাঁচাতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাই ঐক্যবদ্ধ হও।

জুমার সময় বিশাল মসজিদের ১ম তলা থেকে ৪র্থ তলা পর্যন্ত কোথাও তিল ধরনের ঠাঁই ছিলো না। জায়গা না পেয়ে মুসুল্লিরা মাদরাসার মাঠ ও পাশের ভবনগুলোতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মজলুম রোহিঙ্গাদের জন্য বিশেষ দুআও করা হয়।

আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১৫ লক্ষাধিক নগদ অর্থ বিতরণ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ