উবায়দুল্লাহ সাআদ: ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের দুইযুগ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন চলছে। এতে উপস্থিত আছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
শনিবার সকাল ৯ টা থেকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়মে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী বলেন, ইসলাম ও মুসলমানের দুর্দিনে আমাদের সবরকম মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
ঘরে বসে বৃথা হুংকার দিলে কোন লাভ হবে না জানিয়ে আল্লামা কাসেমী বলেন, ইত্তেফাকুল উলামা দুইযুগে ঐক্যবদ্ধ থাকার যে নজীর স্থাপন করেছে আমি তাদের শুকরিয়া আদায় করছি।
ইত্তেফাকুল উলামার প্রতিষ্ঠাতাদের অন্যতম হুসাইন আহমদ মাদানী রহ. এর খাস ছাত্র মাওলানা আরিফ রব্বানী রহ. এর জান্নাতে উঁচু মাকাম কামনা করে বলেন, তিনি যে খেদমত করে গেছেন এর কোন তুলনা হয় না।
তিনি আরো বলেন, আজ যাদের সহযোগিতায় এই আয়োজন হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই।
ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আল্লামা কাসেমী রোহিঙ্গা মুসলমানদের উদ্বৃতি দিয়ে বলেন, রোহিঙ্গা মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকায় আজকে তারা নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করা হয়েছে।
সাম্প্রতিক রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে আল্লামা কাসেমী সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের কার্যক্রম আরো বেগমান করারও পরামর্শ দেন আল্লামা কাসেমী।
ইত্তেফাকুল উলামা যেন জাতীয় পর্যায়ে কাজ করতে সে ব্যাপারেও ইত্তেফাকের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরার সভাপতি মাওলানা আবদুর রহমান হাফেজ্জী ও দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া এর শায়খুল হাদিস মাওলানা এমদাদুল হক।
ইত্তেফাকুল উলামার ২ যুগপূর্তি সম্মেলন