শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এর রিয়াদ সফর উপলক্ষে রিয়াদ মহানগরী শাখার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রিয়াদ শাখার সভাপতি মাওলানা মাওলানা হোসাইন হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রিয়াদ শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইন, সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, সহকারী দফতর সম্পাদক মাওলানা জমির উদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা জালালুদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, দ্বীনের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর নাজরানা পেশ করতে সকল অবস্থায় প্রস্তুত থাকতে হবে। বাতিল শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আরাকানসহ বিশ্ব ব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে ইসলাম বিদ্ধেষী শক্তি মুসলমানদের উপর এভাবে হত্যা ও নির্যাতন করার সাহস পেত না। কোন কারণে বিশ্বের কোথাও মুসলমানদের উপর জুলুম নির্যাতন হলে খেলাফত রাষ্ট্রের প্রধান আমীর তাদের বিরুদ্ধে সকল শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলে নির্যাতিত মজলুম মুসলমানদের সাহায্য করতেন।

মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তির নাম হচ্ছে খেলাফত ব্যাবস্থা। তাই আসুন আল্লাহ জমিনে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাই। তিনি মজলুম রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ