সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আর্থিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বৈশ্বিক আর্থিক সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়ে ৯৯তম স্থানে এসেছে বাংলাদেশ। এছাড়াও অন্যান্য আর্থিক সূচকেও এগিয়েছে বাংলাদেশ। পূর্বে আর্থিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ১০৬তম।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম পরিচালিত গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ অগ্রগতির কথা বলা হয়েছে।

বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সারা বিশ্বে একযোগে এই সূচক প্রকাশ করেছে।

১২টি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা খাতে উন্নতি হওয়ায় বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

এ বছর ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে দেখা যায়, দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রায় সব দেশেই সক্ষমতা সূচকে এগিয়েছে। সূচকে ভারতের অবস্থান ৪০তম। এ ছাড়া ১৫ ধাপ এগিয়ে ভুটানের অবস্থান ৮২তম, নেপালের অবস্থান ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ১১৫তম। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল ১২২তম।

তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে মালয়েশিয়ার উন্নতি হয়েছে বেশ। দেশটির অবস্থান এবার ২৩তম।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৭-১৮ বছরের সক্ষমতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ