আবরার আবদুল্লাহ : মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি নিজ দেশের নাগরিকত্ব হারাচ্ছে। মিসরের সামরিক সরকার তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে।
এরই মধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতো অপরাধের দায়ে নাগরিকত্ব বাতিলের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি।এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সিসি।
মুরসির নাগরিকত্বের বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে গত সপ্তাহে সংবিধানে নাগরিকত্ব বাতিলের যে সংশোধনী প্রস্তাব আনা হয়েছে তাতে মুরসির নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত আসতে পারে।
তবে ওই সংশোধনী এখনও সংসদে পাস করা হয়নি। সংসদে পাস হওয়ার পর সেটি রাষ্ট্রপতি অনুমতি দিলেই কার্যকর করা হতে পারে।
মিশরের সহকারী ইন্টেরিয়র মিনিস্টার আহমেদ আল আনওয়ার বলেন, সাম্প্রতিক সংশোধনীর আলোকে মুরসির নাগরিকত্বের বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।
উল্লেখ্য, কাতারকে মিশরের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য দেয়া এবং কাতারের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগে মুরসিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।