আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মায়ানমার সরকার তাদের ফেরত নেবে না, এই ভার আমাদেরকে বহন করতে হবে। এতো মানুষকে খাবার দেয়া, আশ্রয় দেয়া এটা অনেক বড় কঠিন কাজ।
তিনি রোববার সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জাপার মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, নির্বাহী সদস্য কাউন্সিলর শাফিউল ইসলাম শাফিসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, মুসলিম রহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে সূচির দেয়া বক্তব্য ভাওতাবাজি। এরশাদ বলেন, সূচি বলেছে, আমরা বেছে বেছে লোক নেব। কিন্তু তাদের চিহ্নিত করবে কিভাবে? তাদের তো আইডি কার্ড নেই, ভিসাও নেই। সুতরাং তাদের চেনারও উপায় নেই। তাই সূচির বক্তব্য ভাওতাবাজি ছাড়া কিছুই নেই।
কয়েক দিন আগে সূচি কিছু রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার কথা বলেছিলেন। তার ওই বক্তব্যের প্রেক্ষিতেই এরশাদের এই সংশয়।