আওয়ার ইসলাম : ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার ষড়যন্ত্র বিষয়ক সংবাদ অস্বীকার করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্তের খবরটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই।
আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৪শে আগস্ট শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের কয়েকজন সদস্যের মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল।
এর সঙ্গে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশও জড়িত। কিন্তু শেখ হাসিনার কাছের কয়েকজন এবং কাউন্টার টেররিজম ইউনিটের কয়েকজন কর্মকর্তার প্রচেষ্টায় সে পরিকল্পনা ব্যর্থ হয়।