রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


নির্যাতিত রোহিঙ্গা শহীদদের স্মরণে সাভারে দুআ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে নির্যাতিত রোহিঙ্গা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দুআ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারও মানুষ অংশ নিয়েছেন। রোহিঙ্গাদের জন্য দুআ করেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সাভার কোন্ডা ঈদগাহ ময়দানে উপজেলা উলামা পরিষদ, বনগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীস আল্লামা মহিউদ্দীন রব্বানী৷ দুআ পরিচালনা করেন পরিষদের আহ্বায়ক পীরে কামেল আল্লামা ইউসুফ সাদিক হক্কানী৷

বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদীস আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী,পরিষদ সচিব আল্লামা আলী আযম৷

বক্তব্য রাখেন, মুফতি রফিকুল ইসলাম সরদার, মুফতি এমদাদুল্লাহ্, মুফতি সুলতান মাহমুদ সহ স্থানীয় ওলামায়ে কেরাম৷

উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আহ্বয়ক মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মুফতি আলী আকরাম, মাওলানা কাওসার হুসাইন, মুফতি আঃ আজীজ, মুফতি দেলোয়ার, মুফতি সাঈদুল ইসলাম, মুফতি আহসানুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ৷

সমাবেশে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে ব্যপক জনমত গঠন হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ