রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মহা সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

মিয়ানমারে জালেম সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ ও শিশুদের মর্মান্তিক অত্যাচার, জঙ্গিবাদ ও মাদকের প্রতিবাদে গাজীপুরের রাজবাড়িতে উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টা হতে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উক্ত সমাবেশর কার্যক্রম চলে।

মহা সমাবেশে আশেকে মোস্তফার সভাপতিত্বে, প্রধান মেহমানের বক্তব্যে আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক ও বেফাকের সহ সভাপতি আল্লামা আনোয়ার শাহ বলেন, আজকে মুসলমান নির্যাতিত। আপনারা জানেন রোহিঙ্গার নির্যাতনের স্বীকার হয়ে নিজেদের আত্মরক্ষার জন্য বাংলাদেশে এসেছে। তাদের খাবার নেই, পোশাক নেই, আজ যারা তাদের সাহায্য করবে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন।

তিনি মাননীয় প্রধানমত্রীকে লক্ষ্য করে আরো বলেন, আপনি তাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন, ত্রান দিচ্ছেন এজন্য আমি আপনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।

আমারা আশা করি আপনার সহযোগিতায় রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে।

মহা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদপক আলহাজ জাহাঙ্গীর আলম, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মিজানুর রহমাম সাঈদ, মাওলানা নিয়ামাতুল্লাহ আল ফরিদী সহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বক্তারা যা বললেন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ