রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে নাঙ্গুলী দরবার শরীফের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুর: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলী দরবার শরীফের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর শনিবার কাউখালী উপজেলায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন (নাঙ্গুলীহুজুর)।

মানববন্ধন শেষে আলোচনা পর্বে আরবী প্রভাষক মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাসরুল্লাহ বলেন, মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা। আমরা এ দরবারের পক্ষ্য থেকে এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, বিশ্বের কোনো শান্তিকামী মানুষ এমন বর্বোরচিত অত্যাচার সহ্য করতে পারে না। এহেন অত্যাচারী শাষকগোষ্ঠীর বিরুদ্ধে বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

এছাড়া আরো বক্তব্য রাখেন, মাওলানা ইউনুস আলী, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

পরিশেষে পীর সাহেব হুজুরের দোয়া মোনাযাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ