আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গাহত্যা প্রায় শেষ দিকে। গতকালের এক বিবৃতিতে দেশটি জানিয়েছিল রাখাইনের ১৬০ গ্রাম রোহিঙ্গাশূন্য। ঠিক এ মুহূর্তে এসে হত্যা নিপিড়ন বন্ধের আহ্বান জানাল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো শক্তিশালী দুই দেশ।
বৃহস্পতিবার লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের রেক্স টিলারসন এ আহ্বান জানান।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের ঘটনায় কোনো পদক্ষেপ না নেওয়া এবং আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত না হওয়ার ঘোষণায় সু চিকে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সমালোচনা করে বরিস জনসন বলেন, এই সময়ে সু চি অন্যতম অনুপ্রেরণীয়। তিনি রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চির প্রতি আহ্বান জানান। মিয়ানমারে বর্তমানে মানবাধিকারের অপব্যবহার হচ্ছে বলেও উল্লেখ করেন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বরিস জনসন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে ‘বর্বরতা’ আখ্যায়িত করেছেন। তিনি মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে তাঁর ‘নৈতিক পুঁজির’ ওপর দাঁড়িয়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।
জনসন আরো বলেন, আমি মনে করি তাঁর (সু চি) জন্য এখনই সময় রোহিঙ্গা নির্যাতন বন্ধে ‘নৈতিক পুঁজি’ ব্যবহারের এবং কর্তৃপক্ষকে নির্ধারণ করতে হবে যে এটা রোহিঙ্গাদের জন্য দুর্ভোগ।
জনসন বলেন, কেউ মিয়ানমারের সামরিক শাসনের প্রত্যাবর্তন দেখতে চায় না, কেউ জেনারেলদের প্রত্যাবর্তন দেখতে চায় না।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, এই সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে, এই নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে। এটা একটা জাতিকে নির্মূল করার চেষ্টা হিসেবে চিহ্নিত হয়েছে। এটি অবশ্যই থামাতে হবে।
টিলারসন বলেন, আমাদের অং সান সু চির সমর্থন প্রয়োজন। এ সময় মিয়ানমার সরকার অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।