আওয়ার ইসলাম: অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ টেকনাফ সফরে গেছেন।
দলীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকা থেকে রওয়ানা করে এখন টেকনাফের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন।
প্রতিনিধি দলে আছেন দলের সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, অর্থ সম্পাদক মাওলানা মুনীর হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও সদস্য মাওলানা জাকির হোসেন। সফর শেষ করে ঢাকায় ফিরে রোহিঙ্গাদের সহায়তায় নেতৃবৃন্দ পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।