আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীর নির্দেশে বন্যা কবলিত লোকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, টাঙ্গাইল জেলা ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, টাঙ্গাইল জেলার সম্মানিত সেক্রেটারি মুফতী শরীফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল ২৯ আগষ্ট, মঙ্গলবার,টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের গবিন্দপুর গ্রামে বানভাসিদের মাঝে ছাত্র জমিয়তের ব্যানারে নগত প্রায় ৫০ হাজার টাকা বিতরণ করা হয় । বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিয়ে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন নগদ টাকা পেয়ে আবেগাপ্লুত হয়। টাকা বিতরণ করা হয় প্রায় ১০০ পরিবারের মাঝে । উত্তর টাঙ্গাইলের মাওলানা মাহফুজুর রহমান সাহেবের নেতৃত্বে অর্থ প্রদানকারি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর সম্মানিত প্রচার সম্পাদক মারজানুল বারী, কার্যনির্বাহী সদস্য নূর হুসাইন সবুজ ও আহমাদ আল হাবিব।
ব্যবস্থাপনা কমিটির পক্ষ হতে ছাত্র জমিয়ত টাঙ্গাইল জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মাও. সাজেদুল ইসলাম,প্রচার সম্পাদক হাফেজ আতাউর রহমান, সহপ্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য আ.লতিফ, মিনহাজ খান,ভূয়াপুর থানা ছাত্র জমিয়ত সদস্য ওমর ফারুক মাছুম,হাফেজ রহমাতুল্লাহ, ও ঘাটাইল থানা ছাত্র জমিয়তের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।