মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি
তিন মাস পর কিশোরগঞ্জের পাগলা জামে মসজিদের বাক্স খোলার পর প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা পাওয়া গেছে। এ ছাড়া আরো বৈদেশিক মুদ্রাসহ ছিল সোনা ও রুপা- যার হিসাব এখনো করা হয়নি।।
গত শনিবার (২৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদের দানবাক্স খোলা হলে এ পরিমাণ অর্থ পাওয়া যায়।
শনিবার দানবাক্স খোলার সময় জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী হাকিম আবু তাহের সাঈদ উপস্থিত ছিলেন।
আলাপকালে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, সাধারণত তিন মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়।
গতকাল দানবাক্স খুলে নগদ এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা পাওয়া গেছে। সোনা, রুপার পরিমাণ এখনো মাপা হয়নি। এ ছাড়া বেশ কিছু মার্কিন ডলার, সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতও পাওয়া গেছে। সেগুলো এখনো ভাঙানো হয়নি।
তিনি আরো জানান, এই মসজিদের যখন দানবাক্স খোলা হয়, তখন অধিকাংশ সময় এক কোটি টাকার কাছাকাছি পাওয়া যায়। কিন্ত এবার সর্বোচ্চ টাকা পাওয়া গেছে বলে জানান।