গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা ও টঙ্গীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ ও আনসার সদস্যরা অভিযান চালিয়ে চান্দনা চৌরাস্তার ঈশাখাঁ, হোটেল ড্রিমল্যান্ড, অতিথি, বনভোজন, এয়ার এন্টারন্যাশনাল, রেইনবো, মর্ডান, মুন, আবাসিক গোল্ডেন সান ও টঙ্গীর হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এবং স্বাগত হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৪ নারী ও ৫০ পুরুষকে আটক করে।
টঙ্গী থানা সূত্র জানায়, বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হবে।
উল্লেখ্য, জেলার আবাসিক হোটেলগুলোতে প্রকাশ্যে দেহব্যবসা চালানো প্রতিবাদে জেলাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়ে আসছে। স্থানীয়রা দ্রুত এসব অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানায়।