সাইফুল ইসলাম : কওমি মাদরাসার আলেমরা জঙ্গিবাদের সাথে জড়িত নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-০৩ আসনের এমপি মাহফুজুর রহমান মিতা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান 'কাজিরখিল আজিমপুর আশরাফুল উলুম মাদরাসা'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত ১৬ আগস্ট বুধবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ দারুল জান্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ হাফেজ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিতা বলেন, ‘কওমি আলিমরা অতীতে কখনো জঙ্গিবাদে জড়িত ছিলেন না; এখনো নেই।শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই এরা কেউ কওমি মাদরাসার লোক নয়।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলার সঙ্গে জড়িতদের অধিকাংশ ইংলিশ মিডিয়ামের ছাত্র। বড়লোকের সন্তান।’
‘কওমি মাদরাসার শিক্ষার্থীরা দেশ ও সমাজকে আলোকিত করার চেতনা ও যোগ্যতা ধারণ করে’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাওলানা হাফেজ আহমদ, মাদরাসা পরিচালক মাওলানা আবু বকর ছিদ্দিক।
ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ রিয়াদ, হাফেজ আবিদুল্যাহ, ওমর ফারুক, শাফায়াত উল্লাহ, সাইমুন, রেজাউল করিম, মুজাহিদুল ইসলাম ও ইব্রাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ মদীনাতুল উলুম মাদরাসার পরিচালক, সর্বজন শদ্ধেয় আলিম মাওলানা মাহবুব উল্লাহ। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান দুপুর দুইটায় সভাপতির বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।