সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে আসে।
নামবেও নামে একটি প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করেছে। তারা বিশ্বের বিভিন্ন শহরের ব্যবহারকারীদের মতামত গ্রহণ করে তথ্যভাণ্ডার গড়ে তুলেছে। তার ভিত্তিতে আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে।
যেসব কারণে আবুধাবি এ স্থান দখল করেছে তার মধ্যে রয়েছে শহরটির অপরাধের নিম্নমাত্রা। ইনডেস্কে গত ছয় মাসের হিসাবে এটি মাত্র ১৩.৫৪ পয়েন্ট পায়। আবুধাবির পরের শহর ছিল সুইজারল্যান্ডের ব্যাসেল। যেসব শহরের অপরাধের স্কোর ২০-এর কম হয় সেগুলোকে ‘খুব কম’ অপরাধের শহর বলা হয়। যেসব শহরের স্কোর ২০ থেকে ৪০-এর মধ্যে থাকে সেগুলোকে ‘কম’ অপরাধপ্রবণ শহর বলা হয়। এছাড়া ৪০ থেকে ৬০ ‘মডারেট’ এবং ৬০ থেকে ৮০ উচ্চ অপরাধপ্রবণ বলা হয়।
আবুধাবি সরকার তাদের শহরকে নিরাপদ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বসবাসের স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্ট করছে। আর সে প্রচেষ্ঠার ফলাফল পাওয়া যাচ্ছে এখনই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে।
৮টি মশলা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে