সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ভারতে মুসলিমদের দুঃসময় : একটু ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসা আল হাফিজ : আমার দেখা ভুল হোক- দেখতে পাচ্ছি, ভারতের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটি অবাক হবার কিছু নয়।ভারত আর আগের ভারত নেই। আরএসএস- শিবসেনারা শুধু রাষ্ট্র নয়,সমাজেরও কন্ট্রোলার হতে চলছে।

কী হবে বিশ কোটি মুসলিমের? অভাবনীয়,অকল্পনীয়, অবিশ্বাস্য দুঃসময় আসছে... মনে রাখতে হবে, এক সময় আরাকানে মুসলিম সালতানাত ছিলো, আর আজ?

এক সময় মিন্দানাওয়ে মুসলিম শাসন ছিলো, আর আজ? এক সময় স্পেনে মুসলিম শাসন ছিলো,আর আজ?

এক সময় ইতালিতে মুসলিম শাসন ছিলো, আর আজ? এক সময় রাশিয়া ও চীনের বৃহৎ অঞ্চল শাসন করতো মুসলিমরা, আর আজ?

এক জাতি, এক সংস্কৃতি ও এক ধর্মের ভারত গড়ার প্রকল্প শুরু হয় শতাব্দিপূর্বে। এর প্রধান চিন্তক ছিলেন বাবু বঙ্কিম চন্দ্র ও কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এ প্রকল্প যখন শুরু হয়,তখন মুসলিমরা ছিলো ঘুমে।

আজ যখন চরমে, তখনও সামাজিকভাবে মুসলিমরা ঘুমেই।

দুই. ভারতের মুসলিমদের চলমান ও আসন্ন দুঃসময়কে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব ইউরোপে ইহুদিদের দুঃসময়ের সাথে তুলনা করবো। খুবই ভয়াবহ ছিলো অবস্থা।কিন্তু ইহুদিরা সচেতন ছিলো গতি-প্রকৃতির প্রতি।করণীয়ের প্রশ্নে তারা জাতীয়ভাবে সজাগ। তাদের প্রধান মেধাগুলো ইহুদিদের জাতিয় স্বার্থ রক্ষায় ছিলো নিবেদিত।মার খেতে খেতে বিপন্ন ইহুদিরা হতাশ হয়ে অস্ত্র হাতে নেয় নি।পাল্টা মার দিতে যায় নি।

কারণ তারা জানতো, এতে তারা প্রতিপক্ষের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু নিজেরা নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা বরং পরিস্থিতির মোড় বদলে দিতে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, মিডিয়া, সাহিত্য,বুদ্ধি বৃত্তি, বিজ্ঞান ইত্যাদিতে নিজেদের শীর্ষ আসনে নিয়ে গেলো সকল প্রতিকূলতা উজিয়ে।

তারপরের ইতিহাস? যারা ছিলো তাদের শত্রু, তাদের দিয়েই তারা নিজেদের সকল কাজ উদ্ধার করালো! মুসলমানের প্রশ্নে একই ঘটনা ঘটবে, বলছি না।কিন্তু সামাজিক- রাজনৈতিক ও জ্ঞানগত প্রশ্নে মুসলিমরা একই প্লাটফর্মে এসে জাতিয় চেতনা নিয়ে সচেতন ভুমিকা রাখুক, মুসলিমদের মেধাগুলো মুসলিমদের হয়ে কাজ করুক, ভিক্ষুক থেকে নিয়ে মিলিয়নিয়ার অবধি সকল মুসলিম একই তৎপরতা ও ঐকতানে উজ্জীবিত হোক, পরিস্থিতি পাল্টাতে শুরু করবে। এই তো আমাদের প্রত্যাশা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ