আওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভাগ্য নির্ধারণের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়নের জন্য নয়াদিল্লির প্রতি আবারো আহবান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি।
এ ছাড়া, কাশ্মীরের জনগণের ওপর চলমান নিপীড়নের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর এ সংস্থা।
আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৪তম বৈঠকে পাস হওয়া প্রস্তাবে এ আহবান জানানো হয়।
পাকিস্তানের অনুরোধে কাশ্মীরে প্রবেশ করবে চীনের সেনারা!
গতকাল (মঙ্গলবার) দুদিনব্যাপী এ বৈঠক শেষ হয়েছে। ৫৬টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাস করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অব্যাহত হত্যাকাণ্ড ও রক্তপাত বন্ধে নির্ধারিত ভূমিকা পালনের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজের প্রতিও আহবান জানানো হয় ওই প্রস্তাবে।
এতে আরো বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হলো কাশ্মীর ইস্যু এবং জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নই হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি আসার পূর্বশর্ত।
-এআরকে