একই সময়ে লন্ডনের ফরেস্ট গেইট ও ডালেস্টোনসহ ৩টি এলাকার মসজিদে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
হাতে লেখা এক চিঠিতে ‘লন্ডনকে মুসলিম মুক্ত করার বৃহৎ অভিযান, অতি শিগগির এ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হবে’ শীর্ষক বার্তা লেখা ছিল। এতে ঠিকানা হিসেবে শেফিল্ডকে উল্লেখ করা হয়েছে।
ফরেস্ট গেইট এলাকার মসজিদ ও মকতবে পাঠানো চিঠিটি ঐ স্কুলের প্রধান শিক্ষক পড়ে শোনান।
তিনি ইভিনিং পোস্ট ওয়েব সাইটকে দেয়া সাক্ষাতকারে বলেন, এ স্কুলে অনেক শিক্ষার্থীই পড়াশুনা করে। হুমকি পাওয়ার পর আমরা পুলিশকে রিপোর্ট করেছি এবং শিক্ষার্থীদেরকে বাড়িতে নিয়ে যেতে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি।
তিনি বলেন, শিশুদের মাঝে ভয়-ভীতি’র সৃষ্টি করা অত্যন্ত বিপজ্জনক কাজ এবং এ ঘটনার নেপথ্যে জড়িতদেরকে দ্রুত চিহ্নিত করতে হবে।
ব্রিটেনের (নর্দার্ন এরিয়ার) সন্ত্রাসবাদ বিরোধী সংস্থা’র মুখপাত্র জানিয়েছেন, হুমকির এ রিপোর্ট পাওয়ার সাথে সাথে সংস্থার সদস্যরা দ্রুত মসজিদগুলোতে উপস্থিত হয়েছেন।
তার বলেন, সম্ভবত প্রেরিত এ সকল চিঠির সাথে ব্রিটেনের ইয়র্কশায়ার মসজিদ এবং আমেরিকার মসজিদুগলোকে প্রদত্ত হুমকির সাথে সম্পর্ক থাকতে পারে।
উল্লেখ্য, লন্ডনের মুসলিমদের উপর বেশ কিছুদিন ধরে নানারকম হামলা ও হুমকি অব্যাহত রয়েছে। ঈদের দিন একটি জামাতে হামলার ঘটনা ঘটে দেশটিতে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন দেশটির মুসলিমরা।
লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ