হামিম আরিফ: নিজেদের উপর আরোপিত অভিযোগের লিখিত জবাব দিল কাতার। সোমবার কুয়েতের আমিরের কাছে হস্তান্তর করা হয় জবাব। খবর আল জাজিরার।
সৌদিসহ চার আরব দেশ যে শর্তগুলো দিয়েছিল তার সময় শেষ হওয়ার পর কুয়েতের আমির শেখ সাবাহ’র অনুরোধে আরও দুইদিন সময় বাড়িয়ে দেয়া হয়। এর প্রথম দিনই কাতার তার জবাব লিখিত আকারে পেশ করল।
তবে কাতার কি উত্তর দিয়েছে তা এখনো জানা যায়নি। বুধবার মিশরের কায়রোতে সৌদি আরব, মিশর, বাহরাইন ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ইতিপূর্বে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি জোটের কোন শর্তই মানা হবে না বলে ঘোষণা দেন। সোমবার সকালে তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ'র সঙ্গে দেখা করে কাতারের রাষ্ট্রীয় বক্তব্য হস্তান্তর করেন।
উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সংকটের মধ্যে পড়ে। অবরোধের দুই সপ্তাহ পর চারটি দেশ কাতারকে ১৩টি শর্ত দিয়ে তা পূরণের জন্য ১০ দিনের আল্টিমেটাম দেয়। এর মধ্যে টেলিভিশন চ্যানেল আলজাজিরা বন্ধ, ইরানের সঙ্গে সম্পর্ক শিথিল করা, কাতার থেকে তুরস্কের ঘাঁটি সরিয়ে নেওয়ার মতো ব্যাপারও রয়েছে।
৪৮ ঘণ্টা সময় পেল কাতার; মধ্যস্ততায় কুয়েতের আমির