রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা আহমদ শফীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, বাসায় ফিরবেন শিগগির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন পুরোপুরি সুস্থ হওয়ার পথে।

এর আগে অসুস্থ হয়ে গত প্রায় এক মাস ধরে রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে ভর্তি হন। প্রথমে অবস্থা কিছুটা অবনতির দিকে গেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

আল্লামা শাহ আহদ শফী’র ব্যক্তিগত সহকারী মাওলানা হাসান আনহার বুধবার (২৮ জুন) দুপুর ১২ টার দিকে আওয়ার ইসলামকে অবস্থার উন্নতির কথা জানান।

মাওলানা হাসান আনহার বলেন, আগামী ৩/৪ দিনের মধ্যেই হুজুরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতে পারে। এছাড়াও হুজুর এখন আগের মতোই কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন বলেও জানান মাওলানা হাসান।

আল্লামা আহমদ শফীর সার্বক্ষণিক দেখা শোনার জন্য হাসপাতালে ২৪ ঘণ্টাই অবস্থান করছেন হুজুরের ছেলে মাওলানা আনাস মাদানী। এছাড়াও মাওলানা হাসান হানহার, মাওলানা সালমান ও মাওলানা শফিউল আলম হাসপাতালে অবস্থান করছেন।

 আল্লামা আশরাফ আলী ও আল্লামা আনোয়ার শাহর ঈদস্মৃতি


সম্পর্কিত খবর