রাকিব হাসান: কাতারের অবরোধকে সমর্থন করায়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির কাছে কঠোর ভাষায় চিঠি লিখলেন কাতারের মুফতি শায়খ আনোয়ার আল-বাদাবি। চিঠিতে তিনি অবরোধ কুরআনসম্মত কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল-আজিজ ইবনে আবদুল্লাহ আল আশ-শেখ কাতারের উপর অবরোধের বিরোধিতা না করার প্রেক্ষিতে এই চিঠি লেখেন বাদাবি।
চিঠিতে বাদাবি বলেন, ‘কাতারের ওপর অবরোধ ও বয়কট সৌদি আরবের জনগণের জন্য কল্যাণকর বলে আপনি একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়ার শেষের দিকে আপনি আল্লাহর কিতাব (পবিত্র কুরআন) ও মহানবীর সা. সুন্নাহর প্রতি অনুরক্ত থাকার পরামর্শ দিয়েছেন।’
দাওরা শেষ করেছেন? পড়তে পারেন লেখালেখি ও সাংবাদিকতা কোর্সে
‘আল্লাহর কিতাব ও রাসুলুল্লাহর সা. সুন্নাহর কোথায় আমরা পেয়েছি যে, এক মুসলিম তার নিজের সুবিধার্থে আরেক মুসলিম ভাইকে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ করবে?’
বাদাবি কঠোর ভাষায় লিখেন, ‘আপনি আল্লাহর কিতাব ও রাসুলুল্লাহর সুন্নাহ অনুসরণ করার কথা বলেছেন। আপনি যা বলেছেন, তার সপক্ষে কোনো আয়াত (কুরআনের সুরার কোনো একটি বাক্য) কি দেখাতে পারবেন? এই যে হাদিসের বই আছে… তা থেকে একটি দুর্বল হাদিসও কি দেখাতে পারবেন, যা আপনার ফতোয়ার পক্ষে?’
চিঠিতে জানতে চাওয়া হয়, কাতারকে বয়কট করা পারিবারিক বন্ধন ধ্বংস নয় কিনা।
এম/আর/এইচ
সৌদিতে মিউজিক ও সিনেমার অনুমতির বিরোধিতা করলেন গ্র্যান্ড মুফতি