আওয়ার ইসলাম: ক্রমবর্ধন বৃদ্ধি হতে থাকা চালের দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক ১০ শতাংশে কমিয়ে আনার আদেশ কার্যকর হয়েছে।শুল্ক কমানোর আদেশ কার্যকরের পর কম শুল্কের প্রভাবে ইতোমধ্যেই স্থলপথে ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবারই চালের প্রথম চালান হিলি ও সাতক্ষীরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে এবং সেগুলো খালাসও করা হয়েছে।
জানা গেছে, শুল্ক কমানোর আশায় ১০ দিন ধরে খালাসের অপেক্ষায় হিলি স্থলবন্দরের পানামা পোর্টের কাছে আটকে ছিল প্রায় পাঁচ হাজার টন ভারতীয় চাল। নতুন শুল্ক হারের আদেশ গতকাল বৃহস্পতিবার কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ওই চালের চালানগুলো খালাস করা হয়েছে।
এদিকে ঢাকায় ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া জানিয়েছেন ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।রাষ্ট্রদূত বৃহঃষ্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিস্তারিত জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চাল বাণিজ্য সম্পর্কিত সমঝোতা স্মারকের সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করে বলেন, ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা অতিরিক্ত চাল মজুত করতে চাই।
এসএস/