সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

পবিত্র রমজানের শেষ জুমআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রহমত বরকত নাজাতেরর মাস রমজানের শেষ শুক্রবার তথা রমজানের শেষ জুমআ কে বলা হয় জুমাতুল বিদা।

জুমাতুল বিদা’য় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। দেশের সব মসজিদে জুমাতুল বিদা’র পবিত্র দিনে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে।

বিভিন্ন কারণে জুমাতুল বিদা’র রয়েছে বিশেষ তাৎপর্য। এ দিনটিকে  আল-কুদস দিবসও বলা হয়। মূলত জুমাতুল বিদা’র মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় সম্ভাষণ জানানো হয়। রমজানের বিদায়ী শুক্রবার মুসলমানদের জন্য অতি মূল্যবান।

সারা বছর সপ্তাহেরপ্রতিটি শুক্রবার এমনিতেই মর্যাদার দিন। এদিন বিশ্বের প্রতিটি মসজিদে ইসলামের বিধান অনুযায়ী জুমার নামাজআদায় করতে ব্যাপক সংখ্যক নামাজী এসে থাকেন। এ বিষয়ে পাক কোরআনে বলা হয়েছে “হে মুমিনগণ জুমারদিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ কর। এটাই তোমাদের জন্য শ্রেয়। যদি তোমরা উপলব্ধি কর”। (“সূরা আল জুময়া আয়াত–৯)।

জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসুর স. বলেছেন “সপ্তাহের সাতদিনের মধ্যে জুমার দিন সর্বাধিক মর্যাদাবানএবং নেতৃস্থানীয় দিন।” এই পুণ্যদিনে আমাদের আদি পিতা আদম আ.  কে সৃষ্টি করা হয়। এই দিনেই তিনি জান্নাতেপ্রবেশ করেন। এই দিনে তিনি পৃথিবীতে আগমন করেন এবং এই দিনেই তিনি ইন্তেকাল করেন। এদিনেই কিয়ামত সংঘটিত হবে।

এইপুণ্যময় দিনে একটি সময় রয়েছে, যখন আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয় (মিশকাত)। এই সময়টি হলো জুমাতুল বিদা’র জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। তাই জুমাতুল বিদা প্রতিটিমুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

এই দিন নির্দিষ্ট সময়ে এবং রমজানের সারাটা মাস ইবাদত বন্দেগীরমাধ্যমে বিগত বছরের গুণাহসমূহ মাফ করে নেয়া প্রতিটি মুসলমানের জন্য সুবর্ণ সুযোগ।

এ সম্পর্কে রাসুলে করিম সা. বলেছেন, “যে মুসলমান রমজান মাস পেল কিন্তু সারা বছরের গুণাহ সমূহ মাফ করিয়ে নিতে পারল না, তারমতো হতভাগ্য আর নেই।’।

‘জুমাতুল বিদা’ মহিমান্বিত হওয়ার আরেকটি কারণ হলো এই দিন আল–কুদস দিবস। আল্লাহর নবী দাউদ আ. এর পুত্র হযরত সুলাইমান আ. জেরুজালেম নগর প্রতিষ্ঠা করে আল্লাহর মহিমা প্রচারে সেখানে পুনঃনির্মাণ করেন মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল আকসা’।

মক্কার মসজিদুল হারাম এবং মদিনারমসজিদে নববির পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হলো বাইতুল মোকাদ্দাস বা মসজিদ আল আকসা। উল্লেখ্য, রাসুলুল্লাহ সা. এর মিরাজের নৈশ ভ্রমণের (আল্লাহর দিদারে) প্রথম পর্ব সংঘটিত হয়েছিল মসজিদুল হারাম  থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ছিল মসজিদুল আল আকসা থেকে উর্ধ্বলোকে গমন।

জুমাতুল বিদা’র প্রার্থনা আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ঐক্য, সংহতি, শান্তি ওকল্যাণের পথে পরিচালিত করুক। সবশেষে ঈদুল ফিতর সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ