ঈদ জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে তিনি এ আহ্বান জানান।
বেনজীর আহমেদ বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। এ সময় পাশাপাশি প্রয়োজন না হলে খাবার পানিও না আনার পরামর্শ দেন তিনি।
জাতীয় ঈদগাহসহ ৪১০টি স্থানের ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক।