আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। ‘লাইলুন’ আরবি শব্দ, এর অর্থ হলো রাত আর ‘কদর’ অর্থ সম্মান, সম্মানিত। লাইলাতুল কদর এর সমন্বিত অর্থ সম্মানিত বা মহিমান্বিত রাত।
পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে মহিমান্বিত এবং মর্যাদাবান রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা ‘কদর’ এ এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম রাত হিসেবে অভিহিত করা হয়েছে।
মূলত লাইলাতুল কদরের রাত্রি স্পষ্ট বা নির্দিষ্ট নয়। হাদিসে শরীফে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছ। কোনো কোনো ক্ষেত্রে ২৭ রমজানের রাত্রিকে ঈঙ্গিত করা হয়েছে।
তবে অধিকাংশ মুসলিম মনীষী ২৭ রমজানের রাতের প্রতি খুব গুরুত্বারোপ করেছেন। সেই হিসেবে ২৭ রমজানের রাত্রি তথা ২৬ তারিখ দিবাগত রাত আনুষ্ঠানিকভাবে পবিত্র লাইলাতুল কদর উদযাপন করা হয়।
মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে প্দেরধানমন্শেত্ররী ও রাষ্ট্রপতি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা করেন। মহান আল্লাহ্র কাছে দেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন।
বাণীতে বলা হয়, পবিত্র শবে কদর সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, আল্লাহ্র দরবারে এটাই কামনা করি।
এসএস/