সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

লন্ডনে মুসলিমদের উপর হামলাকারীর প্রাণ রক্ষা করেন ওই মসজিদেরই ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদের মুসল্লিদের উপর গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন ব্যক্তিকে রক্ষা করেন ওই মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদ। বিক্ষুব্ধ লোকজন তাঁকে আটক করে ‘কিল ও ঘুষি’ মারছিলেন তিনি তাঁকে সবার হাত থেকে রক্ষা করেন।

দি ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, তিনি প্রথম বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে সন্দেহভাজন লোকটিকে বাঁচাতে এগিয়ে আসেন। এরপর তিনি উত্তর লন্ডনের পুলিশের হাতে তাঁকে তুলে দেন।

ইমাম মোহাম্মদ মাহমুদ বলেন, ‘আমরা দেখলাম, কিছু মানুষ দ্রুত একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেললেন এবং কয়েকজন তাকে কিল-ঘুষি মারতে শুরু করলেন। আমরা তাকে আত্মসমর্পণ করতে বললাম এবং তাকে অন্য কোনো ক্ষতিকর কিছু থেকে বাধা দিলাম।’

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

ওই ইমাম বলেন, ‘আমরা সব ধরনের আক্রমণ ও গালিগালাজ থেকে তাঁকে রক্ষা করলাম। তাকে নিরাপদে পুলিশের হাতে তুলে দিলাম।

তিনি আরও জানান, তিনি স্থানীয় মানুষের সহযোগিতার কারণেই লোকটি আরও ক্ষতিকর কিছু থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।

এ বিষয়ে মুসলিম ওয়েলফেয়ার হাউস কমিউনিটি সেন্টারের চিফ এক্সিকিউটিভ তৌফিক কাসিমিও বলেন ইমামের উদ্যোগের কারণে বেঁচে গেছে ওই ব্যক্তি।

অন্যদিকে সন্দেহভাজন হামলাকারীকে সনাক্ত করেছে লন্ডন পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারীর নাম ড্যারেন অসব্রোন (৪৭)। চার সন্তানের পিতা ড্যারেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ