আওয়ার ইসলাম : মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে রিয়াদ সফরে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার লক্ষ্য নিয়ে তিনি এ সফরে বের হয়েছেন।
তুর্কি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি গতকাল (শুক্রবার) বন্দরনগরী জেদ্দায় পৌঁছায়। নজিরবিহীন এ সংকট সমাধানের জন্য সৌদি সফরের সময় তিনি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন।
সৌদি পৌঁছার আগে গতকাল কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চাভুসওগ্লু। চলমান সংকট নিরসনের জন্য কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহেমেদ আল-জাবের আস-সাবাহ ‘ঝড়োগতির কূটনৈতিক’ উদ্যোগ নিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সফলতার খবর আসে নি।
অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সৌদি সফরের আগে বুধবার তুর্কি প্রধানমন্ত্রী কাতারও সফর করেছেন। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান।
-এআরকে