আতাউর রহমান খসরু : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল আগামী ২৫ রমজান ২১ এপ্রিল বুধবার প্রকাশিত হবে বলে জানিয়েছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মুফতি আবু ইউসুফ।
তিনি আওয়ার ইসলামকে জানান, গত ৩০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হওয়া এবারের পরীক্ষায় ৬টি মারহালায় (স্তরে) মোট ৮৯ হাজার ৭ শত ৪০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৬ শত ৬ জন এবং ছাত্র সংখ্যা ৫৮ হাজার ১ শত ৩৪ জন।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণে এবার সারা দেশের মোট ৪২০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪২১টি পুরুষ কেন্দ্র এবং ৩৯৯টি নারী কেন্দ্র।
বেফাকের পরীক্ষায় অংশ নেয়া মোট পরীক্ষার্থীদের মধ্যে ইবতেদাইয়্যাহ মারহালায় সর্বোচ্চ সংখ্যক ৩০ হাজার ৮ শত ৮৫ জন পরীক্ষার্থী এবং সর্বনিম্ন ফজিলত মারহালায় ৯ হাজার ১ শত ১৪ পরীক্ষার্থী অংশ নেয়।
কওমি স্বীকৃতি জাতীয় সংসদে পাস করতে প্রধানমন্ত্রীকে আল্লামা শফীর চিঠি; যা আছে চিঠিতে
পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পর্কে জানাতে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বলেন, ‘আলহামদুলিল্লাহ! সারা দেশে যেমন সুষ্ঠুভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি, তেমনি চলছে ঠিকভাবে চলছে আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ২৫ রমজান বেফাকের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।’
একই দিনে বেফাকের নিজস্ব ওয়েব সাইটে ফলাফল দেখা যাবে বলে তিনি জানান।