আওয়ার ইসলাম : আজ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ পেয়েছে। গত ৬ মে তারিখে শুরু হয়ে ১৫ মে তারিখে শেষ হওয়া এ পরীক্ষায় ৫টি বিভাগ থেকে মোট ৪৭৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় ব্যবস্থাপনায় মোট ৮২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি আবদুস সাত্তার আওয়ার ইসলামকে বলেন, এবারের পরীক্ষায় অংশ নেয়া ৪৭৫৫ পরীক্ষার্থীর শতকরা ৮৫.৪০ ভাগ কৃতকায হয়েছে। তাদের মধ্য থেকে ১৪৯৮ জন পরীক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করেছে।
‘৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনি মক্তব প্রতিষ্ঠা করে মানুষের কুরআন শিক্ষা নিশ্চিত করা আমাদের স্বপ্ন’
তিনি আরও জানান, পরীক্ষায় অংশ নেয়া ৫টি বিভাগের মধ্যে তাহফিজুল কুরআন বিভাগ থেকে সর্বোচ্চ ১০৬৬ জন পরীক্ষার্থী ছিলো এবং সর্বনিম্ন কুদুরি ও কাফিয়া বিভাগে ২৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
তাহফিজুল কুরআন বিভাগে পাশের হার ৯৯.০৬ ভাগ এবং কুদুরি ও কাফিয়ায় পাশের হার ৮২.৫৯ ভাগ।
-এআরকে