এমনিতেই ঠিকমতো খাবার জুটে না শরণার্থী শিবিরগুলোতে। মাঝে মাঝে দেয়া হয় বিষ। ইরাকের মসুলের কাছে উদ্বাস্তু ইরাকিদের এক শরণার্থী শিবিরে এমনই ঘটনা ঘটছে। সেখানকার খাদ্যে বিষক্রিয়ায় কয়েকশ’ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছে এক শিশু।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মসুল ও ইরবিলের মাঝামাঝি অবস্থিত ওই শরণার্থী শিবিরের ইফতারের পর অনেকের পেট খারাপ হয় এবং বমি করতে থাকে। প্রায় ২০০ জনকে নিকটস্থ তিনটি হাসপাোলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইরবিলের একটি রেস্তোরাঁয় রান্না করা খাবারগুলো এনেছিল কাতারি এক দাতব্য সংস্থা।
এদিকে কুর্দি বার্তা সংস্তা রুদা জানায়, এখন পর্যন্ত অসুস্থ হয়ে একজন শিশু মারা গেছে। অসুস্থ হয়েছেন ৭৫০ জনেরও বেশি। জাতিসংঘের মানবাধিকার কমিশন ক্যাম্পটি স্থাপন করেছে। মসুল ও আশপাশ থেকে পালিয়ে আসা ইরাকিরা এখানে আশ্রয় নেয়। ক্যাম্পটিতে বর্তমানে ৬২৩৫ জন বাস করে।
ইরাকের মসুলে আইএস এর ‘গ্রান্ড মুফতি’ আল-বাদরানি নিহত