আওয়ার ইসলাম : রমজান চলাকালে তিউনিসিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। তিউনিশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিজের্তে শহরে এ ঘটনা ঘটেছে।
জনসম্মুখে অভদ্র আচরণের দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে, জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
অ্যামনেস্টিসহ কিছু মানবাধিকার সংগঠন এ ঘটনার সমালোচনা করে আসছে। তারা বলছে, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই। প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস মেনে জীবন যাপন করার।
রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল
উল্লেখ্য, রাষ্ট্রীয় আইন না থাকলেও তিউনিসিয়ার মানুষ গভীর ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। তারা রমজানে প্রকাশ্যে ধুমপানকে দোষণীয়ই মনে করে।
সূত্র : বিবিসি
-এআরকে