সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কাতারের উপর কোনো অবরোধ আরোপ করা হয়নি বলে জানালেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে আবদেল আল জুবায়ের এ তথ্য দেন।

সৌদিসহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তারা দোহার সঙ্গে প্রতিবেশি দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের বিষয়টিকে জোর দিচ্ছে। এর মধ্যেই ওয়াশিংটনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের অবরোধ আরোপ না করার কথা বললেন।

টিলারসন এবং আল জুবায়ের স্টেট ডিপার্টমেন্টে এক ঘণ্টা বৈঠকে গুরুত্ব পেয়েছে কাতার ইস্যু।

আল জুবায়ের বলেন, কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করা হয়নি। তাদের বন্দর এবং বিমানবন্দরগুলো এখনো মুক্ত।

তিনি বলেন, ‘আমরা শুধুআমাদের আকাশপথ ব্যবহারে তাদের বাধা দিয়েছি। এটা আমাদের সার্বভৌমিক অধিকার। কাতার এয়ারওয়েজ বা কাতারের কোনো এয়ারলাইন্সের ওপর সৌদির আকাশ ব্যবহার করার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আনা হয়েছে, অন্য কারো জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘কাতারের বন্দরগুলো খোলা। সেখানে কোনো অবরোধ নেই। কাতার যেকোনো জায়গায় পণ্য পাঠাতে পারে। তারা শুধুমাত্র আমাদের জলসীমানা ব্যবহার করতে পারবে না।’

এসব ইস্যুতে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ফোন করেছেন।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ