সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আওয়ার ইসলাম সম্মাননা পেলেন ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ গুণি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত উৎসবে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ও সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির এমপির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ব্যক্তিগণ।

[আওয়ার ইসলামের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন]

এদের মধ্যে, মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য সারফ ফার্মাসিউটিক্যাল (ইউনানি) বাংলাদেশ লি., এবং চট্টগ্রামের আল মাহমুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দীন মাওলানা মাহমুদুল হক, শিক্ষা ও সাংবাদিকতায় ওরাকল বিসিএস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক শীর্ষ খরব এর ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত মনির, নারী শিক্ষার বিকাশে সাউদা বিনতে জামআ ইন্টারন্যাশনাল বালিকা মাদরাসা, ইসলামি সঙ্গীতের বিকাশে কলরব শিল্পীগোষ্ঠী, হাজিদের সেবায় অবদানের জন্য ইজিওয়ে ট্রাভেলস এবং ইসলামি স্কলার্স বিভাগে আল্লামা হারুন আজিজী নদভীকে সম্মাননা দেয়া হয়।

শনিবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বর্ষপূর্তি উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, একিউএম ছফিউল্লাহ আরিফ, সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল শরীয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ; মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শিক্ষাবিদ ও সাংবাদিক; ড. আ ফ ম খালিদ হোসেন, চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ওমর গণি এম ই এস ডিগ্রি কলেজ; মুহাম্মাদ যাইনুল আবিদীন, লেখক ও মুহাদ্দিস; কবি মহিউদ্দিন আকবর , নজরুল গবষেক, মাওলানা আবদুল কুদ্দুস, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক; মাওলানা মাহফুজুল হক, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস; মুফতি ফয়জুল্লাহ, মহাসচিব ইসলামী ঐক্যজোট; গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ;  মুফতি আবুল হাসান শামসাবাদী, সম্পাদক মাসিক আদর্শ নারী; মাওলানা মামুনুল হক, মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা; মাওলানা মাজহারুল ইসলাম, খতীব আম্বরশাহ জামে মসজিদ ঢাকা; মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, প্রিন্সিপাল মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ  সেন্টার ঢাকা, রশিদ আহমাদ ফেরদৌস, প্রধান পরিচালক, কলরব।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ