সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ইরানে খোমেনির মাজারে সশস্ত্র হামলা; পার্লামেন্ট ভবনে সন্ত্রসীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এছাড়াও ইরানের প্রাক্তন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ইরানের পার্লামেন্ট ভবনে সশস্ত্র সন্ত্রাসীারা প্রবেশ করেছে এবং পার্লামেন্ট ভবনে তারা কয়েকজনকে জিম্মি করেছে বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করেছে ডন, বিবিসি, ইন্ডিপেনডেন্ট ও টাইমস অব ইন্ডিয়া।

কমপক্ষে তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করতে করতে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। তাদের একজনের হাতে পিস্তল ও অন্য দুজনের হাতে একে-৪৭ রাইফেল রয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

এতে একজন নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আরও দুজন দর্শনার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কতজনকে জিম্মি করা হয়েছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে খোমেনির মাজারে। সেখানেও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি জানায়, আগ্নেয়াস্ত্রধারীরা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়।

খবরে বলা হয়, বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গুলি করে একজন নিরাপত্তা প্রহরীকে আহত করে। একই সঙ্গে আধুনিক ইরানের প্রতিষ্টাতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও হামলার ঘটনা ঘটেছে।

তবে ঘটনার বিস্তারিত এখনও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানাতে পারেনি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ