ডেস্ক: শিশুর টেলিভিশন দেখা স্থুলতার কারণ। সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় এর প্রমাণ মিলেছে। ব্রিটেনের মোট ১২ হাজার শিশুর ওপর সমীক্ষা চালিয়ে গবেষণাটি করা হয়।
গবেষকরা বলেন, বড় পর্দার সামনে শিশুদের অতিরিক্ত সময় কাটানো তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেয়। বিশেষ করে কন্যা শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে টেলিভিশনের ক্ষতিকর প্রভাব বেশি। কারণ ছেলে শিশুদের তুলনায় টেলিভিশনের সামনে তারা সময় বেশি ব্যয় করে।
গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অব অবেসিটিতে প্রকাশিত হয়েছে। শুধু টেলিভিশন নয়, মোবাইল ও ল্যাপটপের সামনেও শিশুরা এত বেশি সময় কাটায় কী না এবং সেটি কী ধরনের প্রভাব রাখছে - সেটিও জরুরি ভিত্তিতে পর্যবেক্ষণের আওতায় আনা উচিত বলে মতামত দিয়েছেন গবেষকরা। কারণ এটাও শিশুর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বাড়িয়ে দেয়।