সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মালয়েশিয়ায় পাওয়া গেলো ৫০০ বছরের প্রাচীন স্বর্ণের কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কুরআন। পৃথিবীর বিস্ময়কর  গ্রন্থ। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনের সংরক্ষণ তিনি নিজেই করবেন।

পৃথিবীর সমস্ত প্রিন্টেড কোরআনের কপি গায়েব করে ফেললেও নিঃশ্বেষ হবে না কখনো, মুছে যাবে না কোরআনের তেলাওয়াত। কেননা পৃথিবী জুড়ে রয়েছে লক্ষ লক্ষ হাফেজে কোরআন। কোরআনকে কখনো ভস্মিভূত করেও নিঃশ্বেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের হেফাজতকারী।

সাম্প্রতিক সময়ে বিস্ময়কর একটি সংবাদ হলো, মালয়েশিয়া প্রবাসী ভারতের এক বাসিন্দার নিকট পাওয়া গেছে পবিত্র কোরআনের প্রায় পাঁচশত বছরের পুরনো স্বর্ণের তৈরি এক পান্ডুলিপি।

প্রায় ৫০০ বছর পূর্বে অটোমান সাম্রাজ্যের সময় সোনার পৃষ্ঠায় পবিত্র কোরআনের এক খণ্ড পাণ্ডুলিপি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কোরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ভারতের এক মুসলিম ব্যক্তির নিকটে রয়েছে।

৩০ বছর বয়সী ভারতের অধিবাসী ব্যাংকার 'মুহাম্মাদ হারেস' বর্তমানে মালয়েশিয়ায় জীবন যাপন করছে। এ ব্যাপারে তিনি বলেন, কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ৫ বছর ধরে তার কাছে রয়েছে। কুরআন শরিফের স্বর্ণের এই পাণ্ডুলিপিটি মোট ২৮টি অংশে ভাগ করা হয়েছে।

প্রত্যেক অংশে ১৯ থেকে ২০টি পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় পবিত্র কুরআনের আয়াত ক্যালিগ্রাফি করা রয়েছে। স্বর্ণের পাণ্ডুলিপির ২৮টি অংশ ১৪টি স্বর্ণের বাক্সে রাখা হয়েছে। এই ১৪টি বাক্সের মধ্যে আমার নিকটি মাত্র একটি বাক্স রয়েছে। বাকী ১৩টি বাক্স আমার স্ত্রীর ভাই ইসমাইল কাযেমের নিকটে রয়েছে।

রমজানের ফজিলত সম্পর্কিত কোরআন ও হাদিসের কিছু বাণী

তিনি বলেন,  এই কুরআন শরিফটি আমাদের পরিবারে সুখ ও শান্তি বয়ে এনেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী 'মাহাথির মোহাম্মদ' ২০০৯ সালে পবিত্র কুরআন শরিফের এই পাণ্ডুলিপিকে স্বীকৃতি দিয়েছে।

হারেস বলেন, অতি শীঘ্রই কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটিকে একটি জুয়েলারির দোকানে প্রদর্শন করা হবে।

মূল্যবান এই পাণ্ডুলিপির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই পাণ্ডুলিপিটির মূল্য প্রায় ৫৯ মিলিয়ন ডলার হবে।

হারেস বলেন, আমার ইচ্ছা স্বর্ণের এই পাণ্ডুলিপিটি বিক্রয় করে ইসলাম প্রচার করার জন্য একটি ইসলামিক স্টাডিজ ও ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র নির্মাণ করব।

বার্তা সংস্থা ইকনার অবলম্বনে শাহনূর শাহীন

শিশুদের কোরআন শেখাতে কাতার টেলিভিশনের বিশেষ উদ্যোগ

 এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ