আওয়ার ইসলাম : জমজম কূপ ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মুসলমানরা এ অলৌকিক কূপ এবং তার পানিকে পবিত্রই মনে করে। অনেকেই রোগমুক্তি ও জীবনে সাফল্য পেতে পান করেন জমজমের পানি। এবার সেই জমজম কূপের পানি নিয়েই ধরা পড়লো ভয়াবহ জালিয়াতি।
সৌদি পুলিশের বর্ণনা মতে, জমজমের পানির নকল বোতলে বিষ মিশিয়ে বাজারজাত করার ষড়যন্ত্র ইয়ামেনের হুতি বিদ্রোহীদের একটি দল।
জুয়ায় সৌদি প্রিন্সের অর্থ ও স্ত্রী হারানোর সংবাদ ভিত্তিহীন
মক্বা নগরীতেই এ ষড়যন্ত্র ধরা পড়ে। পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুই হাজার বোতল বিষমিশ্রিত জমজমের পানি আটক করে।
পুলিশ এ সময় ৫ জন ইয়ামেনি নাগরিক গ্রেফতার করে। সাথে সাথে কয়েক হাজার খালি বোতলও আটক করে তারা।
সূত্র : ডেইলি পাকিস্তান
-এআরকে