আওয়ার ইসলাম : ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি, অশ্লীলতার প্রসার ও মানসিক ভারসাম্য নষ্টের অভিযোগে উজবেকিস্তানে ৩৪ টি ভিডিও গেমস নিষিদ্ধ করা হয়েছে। এ তালিকায় বেশ কিছূ জনপ্রিয় গেমও রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এই প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট গেমগুলি উজবেকিস্তানে আমদানী এবং সেখান থেকে এশিয়ার অন্য দেশগুলিতে বিতরণ প্রক্রিয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধকরণের পর অনলাইনে নানারকম প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বেশীরভাগই মনে করছেন, মূল সমস্যাটি চিহ্নিত করতে না পারায় কতৃপক্ষ এমন ঢালাও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইমরান এইচ সরকারকে ধুয়ে দিলেন মুফতি সাখাওয়াত (টকশো ভিডিও)
দেশটির কতৃপক্ষ বলছে,এই গেমগুলির মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে সহিংসতা এবং পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে। তাছাড়াও, তারা মনে করছেন যে গেমগুলির মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
৩৪ টি ভিডিও গেমের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে সারা পৃথিবীতে জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকটি গেমও রয়েছে। যেমন: গ্রান্ড থেফট অটো: সান আন্দ্রিয়াস, কল অব ডিউটি: ব্ল্যাক অপস, সাইলেন্ট হিল, রেসিডেন্ট ইভিল, মর্টাল কমব্যাট, ডুম ইত্যাদি।
-এআরকে