আওয়ার ইসলাম : রোজা রেখে ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হবে কি?
উত্তর : ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। কারণ, ইঞ্জেকশনের মাধ্যমে কোনো কিছু সরাসরি পেটে বা মস্তিষ্কে পৌঁছে না। আর পেটে বা মস্তিষ্কে কোনো কিছু সরাসরি পৌঁছলেই রোজা ভঙ্গ হয়। অন্যথায় নয়।
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতি ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।