আওয়ার ইসলাম: আদালত প্রাঙ্গন থেকে অপসারিত ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে! বৃহস্পতিবার রাতেই ভাস্কর্যের কাঠামো স্থাপনের লক্ষ্যে পিলার নির্মাণ করা হয়েছে। খবর ইত্তেফাকের
বৃহস্পতিবার ভোর ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে নিয়ে পানির পাম্পের সামনে রাখা হয়েছে। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ভাস্কর্যটি। তবে ভাস্কর্য পুনঃস্থাপনের বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে গতকাল শুক্রবার পুলিশ হামলা করেছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার সেল ছোঁড়ে ও লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা জলকামান ব্যাবহার করে। এতে ১০/১৫ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ ৪ জনকে।
অপরদিকে ভাস্কর্য সরানোয় হেফাজতের ইসলামসহ ইসলামি দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে গতকাল মিছিল করেছে বায়তুল মোকাররমে। তারা ভাস্কর্যটি অন্যকোথাও স্থাপন করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছিলেন।
মূর্তি অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল বেফাক