শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

অতীতে কী ছিল, এখন যেমন দেখছি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসিম মুমতাজী

ঊষায় সূর্যোদয় হয়, সাঁঝে অস্ত যায়৷ আঁধার রাতে চাঁদ মামা হেসে উঠে, আবার আঁধারে মুখ লুকায় ৷ দূর আকাশে মিটিমিটি তারকা জ্বলে, তারপর বহুদূরে হারিয়ে যায়৷ এধারা আবহমানকাল ধরেই৷ অদ্যাবধি এর ব্যতিক্রম ঘটেনি ৷ আজ পর্যন্ত এক নিয়মেই চলে আসছে ৷ কখনো কোনো পরিবর্তন ঘটেনি ৷ তাহলে?!

চন্দ্র-সূর্য-তারকার রোজকার ব্যবস্থাপনায় কোনো রদবদল না হলেও এক মহান জাতি— যারা কায়সার-কিসরার প্রাসাদ-রাজত্ব ধূলিস্যাৎ করেছিলো ৷ রোম-ইরানের শাহী তখত’পরে অশ্ব চালিয়েছিলো ৷ রোমান-পারসিকদের দম্ভ-অহমিকার শীর্ষ চূড়া মাটিতে মিশিয়ে দিয়েছিলো ৷ আফ্রিকার অসভ্য-বর্বর জাতিগুলোকে শিক্ষা-সভ্যতার আলো দেখিয়েছিলো ৷ সাত সমুদ্র পাড়ি দিয়ে পিরিনিজ পর্বতমালা¹ পর্যন্ত দ্বীন-ইসলামের বিজয়-কেতন উড্ডীন করেছিলো ৷ পৌত্তলিকতার গহীন অরণ্যে হক্বের আওয়াজ বুলন্দ করেছিলো ৷ প্রথম কেবলা দু’দুবার মুশরিকদের হাত থেকে উদ্ধার করেছিলো ৷ সভ্যতার দাবিদার আজকের ইউরোপকে চরম মূর্খতার গহীন অন্ধকার থেকে চরম শিখরে উন্নীত করেছিলো— সে জাতির শৌর্য-বীর্যে আজ পড়েছে ভাটা ৷ হারিয়েছে অর্জিত গৌরব৷ ভুলে গেছে অতীত ইতিহাস৷

ঐযে সূর্য, উম্মাহ’র বীর সেনানীদের শত্রু সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে দেখেছে ৷ ঐযে চাঁদ-তারা, রাতের নামাজে ক্রন্দনরত মুজাহিদদের অবস্থা পর্যবেক্ষণ করেছে ৷ এইযে জমিন, যার বুকে রচিত হয়েছে জীবন্ত ইতিহাস ৷ এরা সবাই প্রত্যক্ষদর্শী ৷ কিন্তু আমরা তাদের সাক্ষ্য গ্রহণ করছি না ৷ যার কারণে ধ্বংস হয়েছে ‘দারুল হিকমাহ’²৷ সেখানকার সমস্ত কিতাবাদি বিলীন হয়ে গেছে নদীগর্ভে৷ ‘উন্দুলুসে’র³ হুকুমত চলে গিয়েছে নাসারাদের হাতে ৷ সেখানকার মাঠে-ঘাটে ভস্মীভূত সহস্র-লক্ষাধিক কিতাবের কবর রচিত হয়েছে ৷ বাইতুল মুকাদ্দাস⁴ বেদখল হয়েছে ৷ হিন্দুস্তানের পবিত্র ভূমি হাতছাড়া হয়েছে৷ বাবরী মসজিদ5 শহীদ হয়েছে ৷ আরো কত কী…! কিন্তু এতকিছুর পরও আমরা অচেতন৷ আজও ঘুম ভাঙেনি আমাদের ৷ ইতিহাস আমাদের নিদ্রা থেকে জাগাতে পারেনি ৷ হায়!

টীকা:—
① ফ্রান্সের লূর্দ শহরে অবস্থিত পিরেনিজ পর্বতমালা ৷

② মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরাকের রাজধানী। খলীফা মামুনুর রশীদের আমলে যখন জ্ঞান-বিজ্ঞানের খুব চর্চা ছিলো, তখন তাকে দারুল হিকমাহ ঘোষণা করা হয় ৷

③ স্পেন ৷ পশ্চিম দিকে পর্তুগাল এবং উত্তর-পূর্ব দিকে ফ্রান্স ও অ্যান্ডোরার সঙ্গে সংলগ্ন। দেশটির উত্তরে বিস্কাই উপসাগর, দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী, প্রণালীর দক্ষিণে মরক্কো, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভূমধ্যসাগর।

④ মসজিদুল আকসা ৷ আরবি ভাষায়: المسجد الاقصى‎ ৷ আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত ৷ ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ৷ জেরুজালেমের পুরনো শহরে এটি অবস্থিত ৷

⑤ বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ।

কেমন হচ্ছে দাওরা পরীক্ষা, বিশিষ্টজনদের মতামত


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ