প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা ও সম্ভাবনা শ্লোগান নিয়ে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুক লাইভে আসবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আজ ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আনিসুল হক গত বছরের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন এবং ১৪ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। নাগরিকদের প্লাটফর্ম ‘আমরা ঢাকা’য়ও মেয়রের লাইভ ব্রডকাস্ট দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক ও সফল প্রয়োগকে নগরবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের দুই বছরের অভিজ্ঞতা নগরবাসীর সঙ্গে ভাগাভাগি করবেন। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন ও জবাব দেবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেইসবুক পেইজ https://www.facebook.com/AmraDhaka/
ঢাকা উত্তরের নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওয়েবকাস্টিং বা ফেসবুক লাইভে মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানানো হয়েছে। খবর-বাসস।
এসএস/