শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

হে অাল্লাহ, অামাদের সবগুলি গুণা ক্ষমা করে দাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জোবায়ের রাজু

দূরের দিনের কথা। যখন অামরা ছোট্ট ছিলাম, ধর্মীয় উৎসব পবিত্র শব ই বরাত ছিল অন্য রকম এক নির্মল অানুষ্ঠানিকতা। সন্ধ্যায় অালো ফুপু একদল পোলাপান নিয়ে পুকুর ঘাটে নামতেন গোসল করতে। কসকো সাবান মেখে অামরা স্নাণ করতাম। পুকুরে ঝাঁপাঝাঁপি করলে অালো ফুপু দৃঢ় স্বরে বলতেন 'এতো দপাদপি নয়। অাজ পবিত্র রাত। গুণাহ হবে।' অামরা অালো ফুপুর কথা অামলে নিয়ে চুপচাপ পুকুর ঘাট থেকে উঠে অাসতাম।
তারপর সোজা মসজিদ বাড়ি। মুরুব্বিদের সাথে বিনম্র জিকিরে গলা মেলাতে উৎসাহী হয়ে উঠতাম। অাসলে সবার মনে তখন একটাই তৃপ্তিময় উদ্দেশ্য ছিল- জিলাপী। নামায শেষে মোনাজাতের পর মসজিদের ভেতরে অামাদের হাতে তুলে দেয়া হতো লোভাতুর অাস্ত জিলাপী। অাহা, সে জিলাপীতে কী অমৃত তৃপ্তি। পরাণ জুড়িয়ে যায় মুখে ভরে দিলে।
মধ্য রাতে অাম্মা মহা উল্লাস নিয়ে যখন চালের রুটি অার গরুর মাংশের পসরা সাজাতেন। তখন এক অমোঘ অাবেস নিয়ে সেসব উচ্চমার্গীয় খাবারে নিজেকে পুরোপুরি সমর্পন করতে অামার বিলম্ব হতো না। যেন এ খাবারগুলি ছাড়া শব ই বরাত পূর্ণ না।

সেদিন চলে গেছে। অামি এখন পরিণত একজন। অালো ফুপু দূর গাঁয়ের গৃহবধূ।
কতটা বছর শব ই বরাতের সন্ধ্যায় পুকুরে নেমে কসকো সাবান মেখে গোসল করা হয় না। জীবিকায় অাপাদমস্তক মগ্ন বলে।
অনেকদিনের কাঙ্খিত শব ই বরাতে এখন গোসল করি রাত দশটা কী সাড়ে দশটায়। পুকুরে নয়, সময়ের অাবর্তিত বাথরুমে। কোথায় সেই কসকো সাবান! তার বদলে এখন অামেরিকান স্প্রিং সাবান। কোথায় অামার সেই অালো ফুপু! অার কোথায় বা সেসব একদল পোলাপান!

তবুও শব ই বরাত অাসে পবিত্র রাত নিয়ে।জিলাপীর সেই লোভ এখন অার নেই। প্রজন্মের এই কৈশোরী চিল্লাচিল্লিতে শুনতে পাই অামার সেই একখানা জিলাপীর লালিত অাকুতি।

বিভিন্ন কারণে এখনকার এমন পবিত্র রাতে জিকিরে যোগদান হয় না। মসজিদ ঘর যখন ক্রমে ক্রমে জনশূন্য হতে শুরু করে, তখন মসজিদমুখি হই। নফল অাদায়ের সাধনায় ঘনিয়ে অাসে মধ্যরাত। দীর্ঘ মোনাজাতে তুলে উঠে দু হাত। তারপর বাসায় ফিরলে অাসে সেই অাগের মত চালের রুটি অার গরুর মাংশের উৎসব।

হে অাল্লাহ, অামাদের সবগুলি গুণা ক্ষমা করে দাও।

রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ